Site Logo

আমাদের সম্পর্কে

কলেজের গুরুত্বপূর্ণ তথ্যাবলি

গুরুত্বপূর্ণ তথ্যাবলি

মোট আয়তন মূল ক্যাম্পাসঃ ৯.৫১ একর
অধ্যক্ষের বাসভবন লেজ ক্যাম্পাসে অবস্থিত
একাডেমিক ও প্রশাসনিক ভবন ১৮ টি শ্রেণি কক্ষ
বিজ্ঞান ভবন ০৩ তলা বিশিষ্ট
ছাত্রাবাস ২টি (০১টি দুই তলা ভবন ও ০১টি টিনসেড ঘর)
ছাত্রীনিবাস নাই
কলেজ মাঠ কলেজ ক্যাম্পাসে অবস্থিত
শিক্ষক ডরমিটরী ২টি (কলেজ ক্যাম্পাসে ১টি ও শহরে ১ টি)
গ্রন্থাগার মূল ভবনের চতুর্থ তলায় অবস্থিত গ্রন্থাগারে বেশ কিছু গুরুত্বপূর্ণ দুর্লভ বইসহ বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত সংখ্যক বই আছে। এছাড়া ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ইতিহাস, বাংলা ও ইংরেজি বিভাগসমূহের আছে পৃথক সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি
যে সকল কোর্সে পাঠদান করা হয়
  • উচ্চ মাধ্যমিক
    • বিজ্ঞান শাখায়
    • ব্যবসায় শিক্ষা শাখায়
    • মানবিক শাখায়
  • স্নাতক (পাস)
    • বিএ (পাস)
    • বিএসএস (পাস)
    • বিবিএস (পাস)
  • স্নাতক (সম্মান)
    • ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ইতিহাস, বাংলা ও ইংরেজি
    • ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি
  • স্নাতকোত্তর (শেষ পর্ব)
    • ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি