Site Logo

প্রশাসনিক

কলেজে বিদ্যমান সুযোগ-সুবিধাসমূহ

১। ইবাদতখানাঃ

  • মূল ভবনের পাশে ইবাদতখানা আছে। ইবাদতখানায় নিয়মিত নামাজ পরিচালনার জন্য ইমাম ও মোয়াজ্জিন আছেন।

২। মিলনায়তনঃ

  • কলেজে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক মিলনায়তন আছে। ছাত্র ও ছাত্রীদের মিলনায়তনের বিভিন্ন অভ্যন্তরীণ খেলাধূলার ব্যবস্থা ও পত্র-পত্রিকা রয়েছে।

৩। রোভার স্কাউটঃ

  • কলেজে রোভার স্কাউটের কার্যক্রম চালু রয়েছে। আগ্রহী ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে নিজেরা সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে পারে।

৪। বৃত্তি ও ফ্রি স্টুডেন্টশীপঃ

  • কলেজের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী বোর্ড/বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মেধানুসারে সরকারি বৃত্তি পেয়ে থাকে। এছাড়া মেধা, আর্থিক অবস্থা, পাঠোন্নতি, সদাচার ইত্যাদি বিবেচনা করে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রীকে কলেজ থেকে বৃত্তি প্রদানের ব্যবস্থা আছে। ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন ব্যাংক, জেলা পরিষদ, বৌদ্ধ ছাত্র সংসদ এবং বাণী-আর্চনা সংসদ বৃত্তি প্রদান করা হয়ে থাকে।