Site Logo

শিক্ষা কার্যক্রম

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে গৃহীত পদক্ষেপসমূহ

১। ভিজিল্যান্স টীমঃ

  • কলেজের নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সপ্তাহের প্রতিদিনের জন্য একটি করে ভিজিল্যান্স টীম রয়েছে। টীমের সদস্যগণ শ্রেণিকক্ষে ও কক্ষসমূহে নির্ধারিত ক্লাস ঠিকমত হচ্ছে কিনা, ছাত্র-ছাত্রীরা ক্লাসে সময়মত উপস্থিত থাকছে কিনা তার প্রতি লক্ষ্য রাখেন। এছাড়া কলেজ চলাকালে কলেজ চত্বরে বা কলেজ গেটের সম্মুখে যাতে কোন অনভিপ্রেত ও অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে তাঁরা সেদিকেও তীক্ষè দৃষ্টি রাখেন।

২। অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভাঃ

  • কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনবোধে অভিভাবকের সাথে মত বিনিময়ের জন্য বিজ্ঞপ্তি মোতাবেক নির্ধারিত সময়ে উপস্থিত হতে অনুরোধ জানালে প্রকৃত অভিভাবককে কলেজে উপস্থিত হতে হয়।

৩। ফলাফল প্রকাশ সম্পর্কিতঃ

  • অভিভাবকগণকে শিক্ষার্থীদের কলেজে অভ্যন্তরীণ সকল পরীক্ষার ফলাফল অবহিত করার জন্য নম্বরফর্দ ও উপস্থিতি বিবরণী প্রত্যেক ছাত্র-ছাত্রীর অভিভাবকের নিকট সংশ্লিষ্ট কাউন্সিলর এর মাধ্যমে প্রেরণ করা হয়। ভবিষ্যতে প্রত্যেক ছাত্র-ছাত্রীর ফলাফল কলেজের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

৪। স্টুডেন্ট কাউন্সেলিং ব্যবস্থাঃ

  • উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য কাউন্সিলিং ব্যবস্থা রয়েছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য কলেজের দুইজন শিক্ষক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্র-ছাত্রীর পড়াশুনার অগ্রগতির প্রতি দৃষ্টি রাখেন। ছাত্র-ছাত্রীর কোন প্রকার অভাব-অভিযোগ বা সমস্যা থাকলে তা সমাধানে সচেষ্ট থাকেন।

৫। কাউন্সিলরগণের দায়িত্বঃ

  • (ক) ছাত্র-ছাত্রীদের লেখপড়া সংক্রান্ত সমস্যাসমূহ দেখাশুনা করেন এবং প্রয়োজনে অধ্যক্ষ মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে সমাধানের সুপারিশ করেন।
  • (খ) প্রত্যেক ছাত্র-ছাত্রীর ক্লাসে নিয়মিত উপস্থিতি তদারকি করেন।
  • (খ) প্রয়োজনে অভিভাবকের সাথে যোগাযোগ করে সতর্কীকরণের ব্যবস্থা করেন।