১। কলেজে উপস্থিতিঃ
- (ক) বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতি বিষয়ে মোট অনুষ্ঠিত ক্লসের অন্যুন ৭৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
- (খ) মোট অনুষ্ঠিত ক্লাসের ৬০% এর উপরে কিন্তু ৭৫% এর নীচে থাকলে নন-কলেজিয়েট হিসেবে গণ্য করা হবে। এসব ছাত্র-ছাত্রী নির্দিষ্ট হারে জারিমানা প্রদান করে বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
- (গ) কোন ছাত্র-ছাত্রীর ক্লাসে উপস্থিতি মোট অনুষ্ঠিত ক্লাসের ৬০% এর নীচে থাকলে ডিস-কলেজিয়েট হিসেবে গণ্য হবে এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
- (ঘ) প্রতি বছর টার্ম/ফাইল পরীক্ষার আগে উপস্থিতি হিসাব করা হবে এবং প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি না থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
২। ওরিয়েন্টেশন ক্লাসঃ
- কলেজে প্রতিটি শ্রেণিতে ভর্তিকৃত নতুন ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষা বছরের শুরুতে পরিচিতিমূলক (ঙৎরবহঃধঃরড়হ) ক্লাসের ব্যবস্থা আছে। উক্ত ক্লাসে উপস্থিতি থাকা সকল ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
৩। ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট পোষাকঃ
- কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত পোষাক রয়েছে। কোন ছাত্র-ছাত্রী কলেজের নির্ধারিত পোষাক পরে না আসলে তাকে ক্লাস করতে দেয়া হবে না।
- ছাত্রদের জন্য নির্ধারিত পোষাকঃ সাদা শাট ও কালো প্যান্ট।
- ছাত্রীদের জন্য নির্ধারিত পোষাকঃ থ্রী কোয়ার্টার/ফুল হাতা হাঁটু পর্যন্ত লম্বা, সাদা এপ্রোণ এবং সাদা সালোয়ার, কামিজ ও ওড়না।
৪। কলেজের নিয়ম শৃঙ্খলাঃ
- (ক) ক্লাস চলাকলে কোন ছাত্র-ছাত্রী ক্লাসে অনুপস্থিত থেকে কলেজ চত্বরে বা কলেজ গেইটের সম্মুখে অহেতুক চলাফেরা করতে পারবে না।
- (খ) কলেজ ক্যাম্পাসে যদি কোন ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা বিরোধী কোন কাজে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- (গ) শ্রেণি কক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
৫। পরিচয় পত্রঃ
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজ অফিস থেকে সরবরাহকৃত পরিচয় পত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।
৬। ফি প্রসঙ্গেঃ
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কলেজ কর্তৃপক্ষ ঘোষিত নির্দিষ্ট তারিখ অনুযায়ী তাদের বিভিন্ন ফিস কৃষি ব্যাংক, বান্দরবান শাখার মাধ্যমে অবশ্যই প্রদান করতে হবে।
৭। কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় অংশগ্রহণ প্রসঙ্গেঃ
- কলেজের অভ্যন্তরীণ সকল পরীক্ষায় অংশগ্রহণ করা ছাত্র-ছাত্রীর জন্য বাধ্যতামূলক। অসুস্থতাজনিত কারণে ক্লাস বা পরীক্ষায় অনুপস্থিতির বিষয়টি মেডিকেল সার্টিফিকেটসহ তাৎক্ষণিক অবহিত না করলে তার প্রমোশন অথবা বোর্ড/বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণের বিষয় বিবেচনা করা হয় না।
৮। পরীক্ষার ফলাফল বিবেচনাঃ
- (ক) একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ভিত্তিতে প্রমোশনের বিষয় বিবেচনা করা হয়।
- (খ) পূর্ণ পাঠ্যসূচির উপর ভিত্তি করে দ্বাদশ শ্রেণির এবং ১ম, ২য় ও ৩য় বর্ষ স্নাতক শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়।
৯। পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রসঙ্গেঃ
- কলেজের যে কোন পরীক্ষায় কোন ছাত্র-ছাত্রী অসদুপায় অবলম্বনের জন্য অভিযুক্ত হলে তাকে কলেজ থেকে বহিস্কার করা হবে।