“বান্দরবান সরকারি কলেজ” এ দেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বান্দরবান পার্বত্য জেলার কেন্দ্রস্থলে এ কলেজের অবস্থান। ৯.৫১ একর জমির উপর কলেজের অবস্থান। কোলাহলহীন নৈসর্গিক পরিবেশ কলেজটির অন্যতম বৈশিষ্ট্য। পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক এক নয়নমুগ্ধ পরিবেশে একাডেমিক ও প্রশাসনিক ভবনের দৃষ্টিনন্দন স্থাপত্য সৌকর্যে গড়ে উঠেছে কলেজের সুদৃশ্য ক্যাম্পাস। প্রশাসনিক ভবন-১, প্রশাসনিক ভবন-২, এক্সামিনেশন ভবন, বিজ্ঞানভবন, ছাত্রাবাস, মসজিদ, শহীদ মিনার, অডিটোরিয়াম, খেলার মাঠ কলেজটির বহিরাঙ্গ-দৃশ্যপটে সৌন্দর্যের এক অনুপম মাত্রা যোগ করেছে।
১৯৭৫ সালে কলেজটি প্রতিষ্ঠা লাভ করে এবং ১৯৮০ সালের মার্চ মাসে কলেজটিকে জাতীয়করণ করা হয়। উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে স্নাতক(কলা), ১৯৯৬ সালে স্নাতক (ব্যবসায় শিক্ষা) এবং ১৯৯৮ সালে স্নাতক(বিজ্ঞান) কোর্স চালুর মাধ্যমে কলেজটি পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজের মর্যাদা লাভ করে। শিক্ষার সম্প্রসারণে এ কলেজে ২০০১ সালে ৩টি বিষয়ে অনার্স কোর্স প্রবর্তন করা হয় এবং ২০১৩-১৪ সালে আরো ০২টি এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে আরো ০২টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন দেয়া হয়। বর্তমানে ব্যবস্থাপনা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ইতিহাস, বাংলা ও ইংরেজি বিষয়ে অনার্স, ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিষেয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স এবং ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিষেয়ে মাস্টার্স ১ম পর্ব কোর্স চালু রয়েছে। আরো কয়েকটি বিষয়ে অনার্স, মাস্টার্স ১ম পর্ব ও মাস্টার্স শেষ পর্ব কোর্স প্রবর্তনের প্রস্তাব সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন আছে। বর্তমান বিশ্বের তথ্য-প্রযুক্তির অগ্রগতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারের সাথে সঙ্গতি রেখে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার কোর্স চালু করা হয়েছে। এ ছাড়াও একটি সদৃশ্য অত্যাধুনিক কম্পিউটারে ল্যাব রয়েছে যার মাধ্যমে কলেজের শিক্ষার্থী ছাড়াও অত্র অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে।